7022

09/18/2025 এমপি হচ্ছেন জাপা চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের

এমপি হচ্ছেন জাপা চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের

ডেস্ক রিপোর্ট

১৪ অক্টোবর ২০২১ ২০:০৫

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম এ রশীদের শূন‌্য আসনে সাংসদ নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের

ইতিমধ্যে তাকে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেন জিএম কাদের। দলের অন‌্য কেউ প্রার্থী না হওয়ায় শেষ পর্যন্ত শেরিফা কাদেরই হচ্ছেন এমপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শেরিফা কাদের।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল-মামুন, পার্টির চেয়ারম‌্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]