6934

12/15/2025 আরিয়ানকে গ্রেপ্তারের পর শাহরুখের বিজ্ঞাপন প্রচার বন্ধ

আরিয়ানকে গ্রেপ্তারের পর শাহরুখের বিজ্ঞাপন প্রচার বন্ধ

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর ২০২১ ১৬:১৩

সম্প্রতি মাদককান্ডে জড়িয়ে কারাগারে বন্দি বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ছেলের এমন ঘটনায় সমালোচনার মুখে পড়লেও আবার অনেকে শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন।

তবে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে ভারতের নামকরা অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘বাইজুস’কে। শাহরুখকে দিয়ে করানো তাদের সব বিজ্ঞাপন সরিয়ে নিতে হয়েছে। খবর ইকোনমিক টাইমসের।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, নিজের ছেলেকে যে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। তাই শাহরুখ খান অভিনীত শিক্ষার বিজ্ঞাপন সরানো উচিত। সবশেষ সেই পথেই হাঁটলো বাইজুস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]