6884

08/02/2025 স্পেনের সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা

স্পেনের সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

৮ অক্টোবর ২০২১ ০০:৪০

কাজের ব্যস্ততা কাটিয়ে সুযোগ পেলেই অবসর যাপনের জন্য সমুদ্র সৈকতে ছুটে যান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এবার মা মধু চোপড়া ও বন্ধুদের নিয়ে স্পেনের সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। যার কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

একটি ছবিতে দেখা যায়—হলুদ রঙের মোনোবিকিনি পরে বোটের রেলিং ধরে দাঁড়িয়ে আছেন প্রিয়াঙ্কা। তার মাথায় সাদা রঙের টুপি। তার পেছনে ঢেউ খেলছে নীল জল। আরেকটি ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার পরনে লাল রঙের বিকিনি। চোখে রোদচশমা। খোলা চুলে বোটের রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। যত দূর দৃষ্টি যায় শুধু নীল জল। আর তাতে যেন আকাশ নেমেছে। প্রিয়াঙ্কার এমন আবেদনময়ী লুকের প্রশংসা করছেন নেটিজেনরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]