6618

08/03/2025 কাজলের জায়গা নিলেন জ্যাকলিন!

কাজলের জায়গা নিলেন জ্যাকলিন!

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:১০

মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। এদিকে নাগার্জুনা আক্কিনেনি অভিনীত ‘দ্য গোস্ট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন কাজল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তেলেগু ভাষার এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, কাজলের পরিবর্তে এই সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ। নির্মাতারা ইতোমধ্যে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

যদিও এর আগে কাজলের পরিবর্তে ‘দ্য গোস্ট’ সিনেমায় ইলিয়েনা ডিক্রুজ ও তৃষা কৃষ্ণানের অভিনয়ের কথাও শোনা গেছে। তবে প্রবীণ সাত্তারু পরিচালিত সিনেমাটিতে শেষ পর্যন্ত তাকে দেখা যাবে তার অপেক্ষায় দর্শক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]