46695

01/12/2026 ‘নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে’ 

‘নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে’ 

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারী ২০২৬ ১৪:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১২ ফেব্রুয়ারির ভোটকে নস্যাৎ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা নিয়ে এক প্রশ্নে হাবিব বলেন, নির্বাচন ঘিরে এমন হত্যাকাণ্ড কঠিন ষড়যন্ত্রের অংশ। তবে আমরা দমে যাবো না। গণতন্ত্রের জন্য লড়াই করে যাওয়া আপসহীন নেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা বাস্তবায়ন করবো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো আমরা।

তিনি বলেন, আমরা দেশকে তাঁবেদার মুক্ত করতে চাই। ভোট নস্যাতে যতই ষড়যন্ত্র চলুক, আমরা হাদির রক্তের বিনিময়ে মানুষের অধিকার ফিরিয়ে আনবো। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এ অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

জননিরাপত্তা নিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনের সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উচিত নিরাপত্তা আরও জোরদার করা। সরকার যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে দায় তাদেরই নিতে হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানান খিলগাঁও, মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]