46533

01/07/2026 ২০২৬ সালে বিয়ে হলেই বিচ্ছেদ ঘটবে হানিয়া আমিরের, বললেন জ্যোতিষী

২০২৬ সালে বিয়ে হলেই বিচ্ছেদ ঘটবে হানিয়া আমিরের, বললেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক

৪ জানুয়ারী ২০২৬ ১২:৫৫

২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগতে ছড়িয়েছে গুঞ্জনের হাওয়া। জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং গায়ক আসিম আজহারের পুরনো প্রেম আবার নতুন করে ঘনিষ্ঠ হওয়ার কথা শোনা যাচ্ছে। অনেকের মতে, এই সম্পর্ক চলতি বছরই বিবাহের পথে যেতে পারে। তবে এই আনন্দের খবরের সঙ্গে জুড়ে এসেছে এক সতর্কবার্তা।

একজন প্রখ্যাত জ্যোতিষীর পূর্বাভাস অনুযায়ী, যদি হানিয়া এই বছর বিয়ে করেন, সম্ভাবনা রয়েছে সম্পর্কের ভাঙনের।

২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত এবং বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক পুনঃস্থাপনের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।

এই বিষয়ে প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান নাদিয়া খানের ‘রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে জানিয়েছেন, ২০২৬ সালে বিয়ে এড়িয়ে হানিয়ার ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘যদি হানিয়া এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সম্পর্কের ভাঙনের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরী উল্লেখ করেছেন, তিনি হানিয়ার পূর্বের ব্রেকআপের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরে সত্যি প্রমাণিত হয়। তিনি আরও জানিয়েছেন, হানিয়া বর্তমানে নতুন কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এটি সম্ভবত এই বছরই বিবাহে রূপ নেবে।

তবে সব ধরণের জল্পনা-কল্পনার মাঝেও হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও বিয়ে সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ২০২৬ সালে ললিউডের এই জুটির জন্য বাস্তবেই বিয়ের বছর হবে নাকি জ্যোতিষীদের আশঙ্কা সত্যি হবে, তা সময়ই জানাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]