46500

01/05/2026 খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে লন্ডনভিত্তিক একাধিক দূতের স্বাক্ষর

খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে লন্ডনভিত্তিক একাধিক দূতের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারী ২০২৬ ১৪:৩০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানা‌তে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন শোকবই উন্মুক্ত করেছে। শোকবইয়ে স্বাক্ষর ক‌রে লন্ডনভিত্তিক একাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাগতিক দেশসহ কোর্ট অব সেন্ট জেমস’-এ অনুমোদিত সব কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার জন্য শোকবই উন্মুক্ত করেছে।

শুক্রবার লন্ডনভিত্তিক একাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনে সরাসরি উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]