46475

01/02/2026 খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী ২০২৬ ১৮:২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে দেশের সকল জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মুসল্লিরা।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানগুলিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও তার জান্নাতুল ফিরদাউস লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগরীসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মসজিদগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হয়। অনেক স্থানে ইমাম ও খতিবরা নামাজ পরবর্তী মোনাজাতে খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে দোয়া করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]