46287

12/28/2025 এক হাতে ‘ক্যাচ’ ধরে কোটিপতি দর্শক

এক হাতে ‘ক্যাচ’ ধরে কোটিপতি দর্শক

খেলা ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রানের বন্যা বয়েছে। দুই দল ৪৪৯ রান করেছে- ছিল ২৫ ছয় ও ৪০ চার। রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল কেপটাউন, কিন্তু হেরে গেছে ১৫ রানে।

কেপটাউনের ভেন্যুতে ডারবানের দল রেকর্ড ২৩২ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে ৭ উইকেটে ২১৭ রানে থামে কেপটাউন। রিকেলটন ৬৫ বলে ১১৩ রান করেন।

রিকেলটনের ইনিংসে ছিল ১১ ছয় ও পাঁচ চার। এর মধ্যে একটি ছয় এক দর্শকের ভাগ্য বদলে দিয়েছে। ১৩তম ওভারের চতুর্থ বলে তার বিধ্বংসী শটে গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন ওই দর্শক। যা তাকে ২০ লাখ র‌্যান্ডের মালিক বানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। এসএ ২০ প্রতিযোগিতার অংশ হিসেবে একটি পরিষ্কার এক হাতের ক্যাচ ধরলে এই পরিমাণ অর্থ পান দর্শক।

ডারবানের রান পাহাড় গড়তে ৬৪ রানের সেরা ইনিংস খেলেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড তারকা ৩৩ বলে ৭ চার ও ২ ছয়ে এই ইনিংস গড়েন। এছাড়া এইডেন মারক্রামের ১৭ বলে ৩৫ ও ইভান জোন্সের ১৪ বলে ৩৩ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]