46144

12/22/2025 পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩১

পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পদকে ভূষিত করেছে সৌদি আরব।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার সৌদির রাজধানী রিয়াদে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী।

প্রিন্স খালিদ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ফিল্ড মার্শাল মুনিরকে অভিনন্দন জানান এবং তার অব্যাহত সাফল্য কামনা করেন। এসময় উভয় পক্ষ ঐতিহাসিক সৌদি-পাকিস্তান সম্পর্ক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করে। তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি স্থাপনের প্রচেষ্টা, সেইসাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি।

এদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাক সেনাপ্রধান।

তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]