43741

09/25/2025 নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো

নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো

মৌলভীবাজার থেকে

২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা সরকারের দুর্বলতা প্রকাশ করেছে।

গণঅধিকার পরিষদ ও এনসিপি নিয়ে সারজিস আলম বলেন, জনগণ এই দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। তাই ঐক্যের বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]