43740

09/25/2025 আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন- কেন বললেন তামিম

আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন- কেন বললেন তামিম

খেলা ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৬ অক্টোবর। তার আগে গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল আপত্তি গ্রহণের তারিখ। যেখানে তামিম ইকবালের প্রার্থীতা নিয়েও প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন তিনি। তবে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, 'আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?'

তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। ফলে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছেন তামিম নিজেই, 'আমি যে সর্বশেষ ৫ মাসে একটা ম্যাচও খেলিনি, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলব না। আমি তো সাবেক হয়েই গেলাম।'

এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় সাবেক ক্রিকেটারদের অনেকে রয়েছেন। তাদের অনেকেই অবসর নেননি। তামিম বিশেষভাবে বললেন মোহাম্মদ আশরাফুলের কথা, 'বিসিবি যে ১৫ জনের তালিকা দিয়েছে মোহাম্মদ আশরাফুলতো সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিশিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেননি। আপনি যদি এভাবে আমাকে ধরতে চান। আপনারাও ধরা পড়বেন।'

আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর পদ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর, নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী, খালেদ পাইলট এবং হাসিবুল হোসেন শান্ত। ভোটার তালিকায় আরও আছেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]