43734

09/25/2025 রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮

রেলওয়ে পুলিশের আওতাধীন ৬টি জেলার ২৪টি থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ সেবার মাধ্যমে দেশের প্রতিটি থানায় ধাপে ধাপে সব ধরনের জিডি অনলাইনে করার সুযোগ উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, এখন থেকে থানায় না গিয়েও নাগরিকরা অনলাইনে যেকোনো ধরনের জিডি করতে পারবেন। আমরা আশা করি, এ উদ্যোগ জনগণের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কীভাবে অনলাইন জিডি করবেন?

* গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করুন।
* রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর যেকোনো সময় সেবা গ্রহণ করা যাবে। (বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।)

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]