43720

09/25/2025 ‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এবার দেশের অন্যতম সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ কোক স্টুডিও যুক্ত হয়ে তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে ‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মেহের নিগর রুস্তমের সঙ্গে ফিউশন করা গান ‘মহা জাদু‘ মুক্তি পাবে। যা হাবিবের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া।

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলটিতে একটি ১৩ সেকেন্ডেও ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।’

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদ তার ভক্ত-অনুরাগীরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, হাবিবের প্রথম একক অ্যালবাম ‘শোনো’ যা ২০০৬ সালে প্রকাশিত হয়। অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে যার মাঝে অন্যতম ‘জাদু’ গানটি নিয়েই এবার কোক স্টুডিও বাংলার আয়োজন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]