43678

09/24/2025 দান-সদকা থেকে বিরত রাখতে শয়তান প্ররোচনা দেয় যেভাবে

দান-সদকা থেকে বিরত রাখতে শয়তান প্ররোচনা দেয় যেভাবে

ধর্ম ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

দান-সদকা মানুষের পরকাল ও দুনিয়ার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে। দানকারীকে আল্লাহ তায়ালা নিজ হাতে প্রাচুর্য দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী, তাদের ধন-সম্পদ থেকে সদকা নিয়ে তাদের পাক-পবিত্র করুন, (নেকির পথে) তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন।’ (সুরা তাওবা, আয়াত : ১০৩)

এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন—

যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সদকা করবে (আল্লাহ তা কবুল করবেন) এবং আল্লাহ শুধু পবিত্র মাল কবুল করেন আর আল্লাহ তার ডান হাত দিয়ে তা কবুল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন; যেমন তোমাদের কেউ অশ্ব শাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়। (বুখারি, হাদিস : ১৪১০)

শয়তান মানুষকে দান-সদকার ফজিলত থেকে বঞ্চিত করতে চায়। তাই সে মানুষকে দরিদ্রতার ভয় দেখায়। কেউ সৎ পথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃসব ও কাঙ্গাল হয়ে যাওয়ার ভয় দেখায়।

কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এই ধরনের কোন আশঙ্কা মনে আসতেই দেয় না; বরং মন্দ কাজগুলোকে এত সুন্দর করে সাজিয়ে পেশ করে এবং নিদ্রিত আশা-আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে যে, মানুষ তার জন্য বিশাল পরিমাণ অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে।

তাইতো দেখা যায় যে, যখন কোন মসজিদ, মাদরাসা অথবা কল্যাণকর কাজের জন্য কেউ কিছু অনুদান চাইতে যায়, তখন বিত্তশালী টাকা-পয়সার মালিক এক-দু’শ টাকা দেওয়ার জন্য বার বার হিসাবের খাতা যাচাই করে এবং প্রার্থনাকারীদের অনেক সময় বহুবার আনাগোনা করতে বাধ্য করা হয়।
পক্ষান্তরে এই মানুষই অশ্লীলতা-ব্যভিচার এবং মামলা-মকদ্দমার জালে ফেঁসে গিয়ে বেহিসাব মাল ব্যয় করে। এ সব কাজে অর্থ ব্যয় করার সময় তার মধ্যে কোন প্রকারের উৎকণ্ঠা ও দ্বিধা-দন্ধ প্রকাশ পায় না!

শয়তানের প্ররোচনা এবং এই পরিস্থিতি বুঝাতে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

اَلشَّیۡطٰنُ یَعِدُكُمُ الۡفَقۡرَ وَ یَاۡمُرُكُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَ اللّٰهُ یَعِدُكُمۡ مَّغۡفِرَۃً مِّنۡهُ وَ فَضۡلًا ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ


শয়তান তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয়(১) এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী-প্রাচুর্যময়, সর্বজ্ঞ।(সুরা বাকারা, আয়াত : ২৬৮)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]