43632

09/23/2025 শান্তিপূর্ণ পদযাত্রা থেকে বিশৃঙ্খলা: নিউ ইয়র্ক সিটিতে ডিম ছোঁড়ার মুখোমুখি আখতার

শান্তিপূর্ণ পদযাত্রা থেকে বিশৃঙ্খলা: নিউ ইয়র্ক সিটিতে ডিম ছোঁড়ার মুখোমুখি আখতার

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আখতার। এ ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে হেফাজতে নেয় নিউইয়র্ক পুলিশ।

জানা গেছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে। তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা টার্মিনাল থেকে বর হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। এসময় কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে সেটি আখতারকে লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি তার পিঠে গিয়ে পড়ে। সেসময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হেঁটে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]