43610

09/22/2025 গুরুতর আহত ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড

গুরুতর আহত ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড

বিনোদন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

শুটিং চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড। 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' সিনেমার সেটে স্টান্ট করার সময় এই দুর্ঘটনা ঘটে। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভসডেন স্টুডিওতে চলছিল সিনেমার দৃশ্যধারণের কাজ। তখনই মাথায় আঘাত পান টম। ইস্টার্ন অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে তাদের কাছে একটি ফোন আসে। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ গণমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, মাথায় আঘাত লাগার কারণে টমকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তার মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনকাশন হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টমকে তার বাবা ডমিনিক এবং বাগদত্তা জেনডায়ার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই আঘাতের ফলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টমের বাবা জানিয়েছেন, কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম। অন্যদিকে, 'ভ্যারাইটি' ম্যাগাজিন জানিয়েছে, টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন।

গত আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। টম হল্যান্ডের পাশাপাশি জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরোনো চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই কিস্তিতে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে পুরোনো দিনের মতো সত্যিকারের স্টান্ট ব্যবহার করে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]