43607

09/22/2025 হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

খেলা ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। আর ব্যাট হাতে দুর্দান্ত এক ফিফটি করেছেন তাওহিদ হৃদয়। তাইতো মুস্তাফিজ-হৃদয়দের প্রশংসা ঝরেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কণ্ঠে।

মুস্তাফিজকে নিয়ে উমর গুল বলেন, 'আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে। আজ আরেকরকম উইকেটে খেলা হচ্ছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। তার ব্যাক অব দ্যা লেংথ ব্যবহার করেছে। এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে। উইকেটও পেয়েছে।'

লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ বলে ৬১ রান করেছেন সাইফ হাসান। তাওহীদ হৃদয় করেন ৩৭ বলে ৫৮ রান। এই দুজনের প্রশংসা করেছেন মিসবাহ উল হক এবং শোয়েব মালিক।

মিসবাহ বলেন, 'বাংলাদেশের রানিং বিটুইন দ্যা উইকেট ভালো ছিল, বাউন্ডারি পেয়েছে ওরা। রানরেট কখনোই ওদের উপর চাপ প্রয়োগ করতে পারেনি। শেষ ওভারে ওরা কিছুটা ধাক্কা খেয়েছে, প্যানিক করেছে। হ্যাটস অফ বাংলাদেশের ব্যাটারদের। এতো বড় মঞ্চে যখন তারা এভাবে খেলে, এতো কম্পোজ ক্রিকেট ওরা খেলে, এটা সম্ভবত দ্বিতীয়বার ওরা এতো বড় রান তাড়া করে জিতল। সত্যিই অসাধারণ।

মালিক বলেন, 'যখন মাঠের একপাশ ছোটো থাকে তখন সবাই ওদিকেই মারতে থাকে। হৃদয় সেটা করেনি। সে ফাঁকা জায়গায় মেরেছে। এক্সট্রা কাভার বা ব্যাকফুট পয়েন্টের দিকে যেসব খালি জায়গা ছিল সেখানেই সে মেরেছে। সে স্মার্টনেস দেখিয়েছে। রান তাড়ার সময় উইকেটে শান্ত থাকা আরো বড় গুণ। আগে ব্যাট করে উইকেটে শান্ত থাকা সহজ।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]