43599

09/22/2025 জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না

জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না

অর্থনৈতিক প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

বাংলাদেশে কর দেওয়ার পরও সরকারি সেবা না পাওয়ায় জনগণ ক্ষুব্ধ—এমন মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্‌সা করবেই।'

অর্থ উপদেষ্টা আরও বলেন, 'আমাদের দেশে অর্থায়নের ঘাটতি রয়েছে। অথচ সরকার নানা খাতে খরচ বাড়াতে চায়, যা বাস্তবতা বিবর্জিত। ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ দুই-ই কম। ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। ওরা কর দিয়ে সেবা পায়, আমরা কর দিয়ে ভোগান্তি পাই। তাই বারবার বলি—সেবা বাড়ান, তাহলে কর দেয়ার মানসিকতাও বাড়বে।'

তিনি এনবিআরকে উদ্দেশ্য করে বলেন, 'সেবা না দিয়ে বারবার ঘোরালে জনগণ কর দিতে উৎসাহ পাবে না। সেবা ভালো দিলে করদাতারা নিজেরাই কর দিতে আগ্রহী হবে।'

সেমিনারে তিনি আরও বলেন, 'পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে এবং সুকুক বন্ডের বিস্তার ঘটাতে হবে। বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো ও বিনিয়োগকারীদের ঝুঁকিসচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের অধ্যাপক এম কবীর হাসান।

এছাড়া আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]