ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসামরাজ্যের ‘রাজপুত্র’ খ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত।
জুবিনের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। তার মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আসামের সরকার। এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।
এদিক শনিবার মধ্যরাতে জুবিনের মরদেহবাহী বিমানটি আসামে পৌঁছে। আজ রোববার ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্ত-অনুরাগীরা। সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন-এর শুভানুধ্যায়ীরা রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’
তিনি আরও যোগ করেন,’আমাদের সরকার নিশ্চিত করেছে যেন প্রত্যেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান। অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রেখে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের প্রিয় জুবিনকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পারি।’
জুবিনের মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না গুয়াহাটির এক আইনজীবীর। তিনি মনে করছেন গাফিলতিতে মৃত্যু হয়েছে গায়কের। আয়োজকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন রাতুল বোরা নামের ওই আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। ওই ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাতুল।