43506

09/21/2025 কয়েক তারকাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

কয়েক তারকাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

খেলা ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫

বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। লিটন দাসের দল যখন সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে আরও সামনে তাকাচ্ছে, রশিদ খানরা তখন নেমেছে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতিতে। মহাদেশীয় এই প্রতিযোগিতা শেষ হতেই বাংলাদেশ-আফগানিস্তান দুই ফরম্যাটের সিরিজ খেলবে। যার জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর, এর চারদিন বাদেই (২ অক্টোবর) শুরু হবে এই সিরিজ। যার জন্য ঘোষিত স্কোয়াডে এশিয়া কাপে খেলা পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের জায়গা হয়নি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ। ধারণা করা হচ্ছে তাকে দিয়ে ফারুকির অভাব ঘুচতে চায় আফগানিস্তান।

এ ছাড়া ১৮ বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে তিনি ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন। অবশ্য তারাখিল ও পেসার আব্দুল্লাহ আহমাদজাই এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। আহমাদজাই বাংলাদেশ সিরিজের উভয় স্কোয়াডেই আছেন। এ ছাড়া ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে আছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তানের স্কোয়াড

টি-টোয়েন্টি : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।

ওয়ানডে : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]