43476

09/20/2025 মসজিদে নববীতে ১ দিনে ১৮৩ টন জমজমের পানি বিতরণ

মসজিদে নববীতে ১ দিনে ১৮৩ টন জমজমের পানি বিতরণ

ধর্ম ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৮

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ১৮৩ টনেরও বেশি জমজমের পানি সরবরাহ করেছে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক হারামাইন শরীফাইন প্রশাসন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, হারামাইন শরীফাইনের মুখপাত্র বলেছেন,বিশেষভাবে নকশা করা ৬ হাজার ১৭৮টি কুলারের (কনটেইনার) মাধ্যমে জমজমের পানি বিতরণ করা হয়েছে।

মসজিদের বিভিন্ন প্রবেশপথ, বারান্দা, করিডোর ও নামাজের ফ্লোরে এই কুলারগুলো রাখা হয়, এতে মুসল্লিরা সহজেই জমজমের পানি পান করতে পারেন। প্রশাসনের দাবি, এসব কুলার এমনভাবে তৈরি যে তা পানি ঠান্ডা রাখার পাশাপাশি এর গুণগত মানও বজায় রাখে।

হারামাইন কর্তৃপক্ষ জানায়, মসজিদে নববীতে জমজমের অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ বিভাগ কাজ করছে, সেখানে শত শত কর্মী দিনরাত দায়িত্ব পালন করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]