43459

09/20/2025 পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গা

২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী গ্রামের বড় মসজিদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। স্থানীয়রা জানায়, গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন আগে মিন্টা ও হামজার সঙ্গে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এর জের ধরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুই ভাইকে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]