43443

09/20/2025 সকালে হালকা কুয়াশার পর ঢাকার আকাশ মেঘলা

সকালে হালকা কুয়াশার পর ঢাকার আকাশ মেঘলা

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৯

রাজধানী ঢাকার আকাশে সকালে হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও আকাশ মেঘে আচ্ছন্ন রয়েছে, যা দিনের প্রথমার্ধে বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে কিছু এলাকায় গুমোট ভাবও দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বর্ষাকালে রাতের আকাশ পরিষ্কার থাকলেও সকালে অনেক সময় কুয়াশার মতো ভাব দেখা দিতে পারে। এ কারণেই আজ ঢাকার আকাশে ভোরে হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, দিনের বাকি সময়ে রাজধানীর আকাশে মেঘলা পরিস্থিতি বিরাজ করবে। তবে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেননি তিনি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]