43262

09/16/2025 কদমতলীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কদমতলীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২

রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকার একটি বাসার টয়লেট থেকে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফয়সাল গুলিস্তানে খেলার সামগ্রীর দোকানের কর্মচারী ছিলেন। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার বাসিন্দা মো. ইকবাল হোসেনের ছেলে। বর্তমানে কদমতলী এলাকায় খালুর বাড়িতে থাকতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রনি চৌধুরী জানান, খবর পেয়ে নবম তলার ফ্ল্যাটের বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ফয়সাল খালুর বাসায় থাকতেন এবং গুলিস্তানে খালুর খেলার সামগ্রী বিক্রির দোকানে কাজ করতেন। তার বেশ কিছু লোকের কাছে টাকা পাওনা ছিল এবং এ নিয়ে তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে হতাশার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]