টালিউডের দর্শকনন্দিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বয়স ৪৪ পেরোলেও আজও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন। এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে। নিজের স্পষ্টবাদী ও রাখঢাকহীন স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, তিনি সংবাদমাধ্যমে নিজের সম্পর্কে লেখা শিরোনামগুলো দেখে বিরক্ত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়।’
এরই পরিপ্রেক্ষিতে তিনি দৃঢ় স্বরে জানান, ‘মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।’
স্বস্তিকা মুখার্জির এই খোলাখুলি পোস্ট মুহূর্তে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার এই সাহসী মন্তব্যের প্রশংসা করেছেন।
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘ওহ মা গো মা, নট বুড়িমা’। আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, ‘দিদি তুমি কিন্তু সত্যিই বোমা, বম্বশেল যাকে বলে আর কী।’
প্রসঙ্গত, এর আগেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা একই আক্ষেপের কথা তুলে ধরেছিলেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন। অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়।’