43166

09/15/2025 কিমা পুরি তৈরির রেসিপি

কিমা পুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪

বিকেলের নাস্তায় পুরি হলে জমে যায় বেশ। বেশিরভাগ ক্ষেত্রেই এই পুরি বাইরে থেকে কিনে আনা হয়। কিন্তু সেগুলো অনেক বেশি অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। কারণ বাইরের দোকানগুলোতে সাধারণত একই তেল অনেকবার ব্যবহার করা হয়। তাই বাইরের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এর বদলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু কিমা পুরি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাংসের কিমা- আধা কাপ

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৫-৬ টি

পেঁয়াজ কুচি- আধা কাপ

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

ময়দা-২ কাপ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

এককাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে কিমা সেদ্ধ করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকা ভেজে কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভাজাভাজা হলে নামিয়ে নিন।

ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর তাতে পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার ডো ভাগ করে নিন। একটি করে ডো-এর ভেতর কিমা দিয়ে ভালোমতো মুড়ে নিন। এবার আলতো হাতে রুটির মতো বেলে নিন। এভাবে সবগুলো পুরি তৈরি করে নিন।

এবার কড়াইতে তেল গরম করে তাতে পুরিগুলো ভেজে তুলুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন, নয়তো পুরি পুড়ে যেতে পারে। সোনালি রঙের হয়ে এলে পুরিগুলো তুলে নিন। এবার সস বা সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কিমা পুরি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]