এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের আগে আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই, ভারতের জয়। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি।
এমনকি ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। আর এ কারণেই ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সালমান আলি আগা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন।
সূত্র জানিয়েছে, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান আলি আগা অনুষ্ঠানে যোগ দিতেন।
এদিকে ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।
উল্লেখ্য, ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।
পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক। বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’
এদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতীয় দলের আচরণকে অ-খেলোয়াড়সুলভ বলে আখ্যায়িত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ভারতীয় উপস্থাপকের সামনে হাজির না হয়ে সালমান আলি আগা প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট ভারতীয় দলের আচরণ নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।