43035

09/13/2025 সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো যারা

সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো যারা

খেলা ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

২০২৬ বিশ্বকাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আয়োজক দেশগুলোতে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরকে ঘিরে ফুটবল ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। এখন পর্যন্ত স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়া আরও ১৫ দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের খেলার টিকিট। বাকি আছে আরও ৩০ দেশ।

ইতিমধ্যে আফ্রিকা থেকে নিশ্চিত হয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো ও তিউনিসিয়া। আফ্রিকান অঞ্চল থেকে বাকি আছে এখনো ছয় দল। আফ্রিকার মতো এশিয়া থেকে সরাসরি ৮ দল অংশ নেবে ২০২৬ বিশ্বকাপে। ৬ দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিট। এছাড়াও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা দলকে খেলবে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। ৬ দলের এই প্লে-অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২ দল।

আগামী বছর বিশ্বকাপে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬ দল অংশ নেবে। যদিও এই অঞ্চল থেকে কোনো দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে না। চলতি মাসে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে, যা শেষ হবে আগামী অক্টোবর ও নভেম্বরে ফিফা উইন্ডোতে। ১২ গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর বাকি ৪ দল নির্ধারিত হবে ২০২৬ সালের মার্চে দ্বিতীয় রাউন্ড থেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]