42733

09/09/2025 পাকিস্তানে গভীর সমুদ্রে গ্যাসের বিশাল মজুতের সন্ধান

পাকিস্তানে গভীর সমুদ্রে গ্যাসের বিশাল মজুতের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩১

পাকিস্তানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান মিলেছে। দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ।

আট আগস্ট সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টক শো আয়োজন করেছিল দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। সেই টক শোতে এই তথ্য প্রকাশ করেছেন ফাওয়াদ আমিন বেগ।

ক্যাপিটাল টক নামের সেই টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সাবেক রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ। সেখানে তিনি বলেন, “সম্প্রতি পাকিস্তানের নৌ বাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরে আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ। আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই, তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে।”

সাগরের তলদেশের গভীরে আনুমানিক কী পরিমাণ গ্যাস সঞ্চিত আছে, তা এখনও জানা যায়নি। টক শোতে রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, “এজন্য আরও বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন আর সেই অনুসন্ধানের জন্য প্রয়োজন বিনিয়োগকারী। আমরা এখন বিনিয়োগকারী খুঁজছি।”

পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগকারী সংস্থা স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল ইতোমধ্যে এ ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও টক শো’তে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ৭৭ বছর অতিক্রান্ত হলেও পুরো পাকিস্তানজুড়ে খনিজ সম্পদ সম্পদের ব্যাপক ও বিস্তৃত অনুসন্ধান হয়নি। গত বছর বেইজিং এক্ষেত্রে পাকিস্তানকে সহায়তার প্রস্তাব দিলে তা গ্রহণ করে ইসলামাবাদ। তারপর থেকে বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাকিস্তানের খনিজ সম্পদের অনুসন্ধান করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]