42683

09/09/2025 অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

জেলা সংবাদদাতা, মানিকগঞ্জ

৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৬

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে ভরণপোষণ সংক্রান্ত একটি অভিযোগ তদন্তে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল সাইফুল হোসেন এবং সুজন মিয়া।

থানা সূত্রে জানা গেছে, মহেশপুর গ্রামের বৃদ্ধ মো. মঙ্গল হোসেন (৮০) তার ছেলে গিয়াস উদ্দিন (৫৩)-এর বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে তদন্তে যান মঙ্গল হোসেনের বাড়িতে। তদন্তকালে বৃদ্ধের ছেলে গিয়াস উদ্দিনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়া (১৮)-কে গ্রেফতার করে পুলিশ। আহত পুলিশ সদস্যদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মোস্তাফিজুর রহমান বলেন, এসআই মো. কামাল হোসেন নাকে আঘাত পেয়েছেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে আমার তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও তার ছেলেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]