42337

09/04/2025 নুরের ওপর হামলার বিচার ও জাপা নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

নুরের ওপর হামলার বিচার ও জাপা নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল ব্যুরো

৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]