42271

09/05/2025 সেনাসদস্য পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে নারী ধর্ষণ, যুবক গ্রেফতার

সেনাসদস্য পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে নারী ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা সংবাদদাতা, রাজশাহী

৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৭

রাজশাহীতে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ধর্ষণ ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ভদ্রা বালিয়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার যুবকের নাম শিপন মিয়া (২১)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া মধ্যপাড়া এলাকার মুন্নাফ আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, এক নারীর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মাস খানেক আগে শিপন মিয়ার পরিচয় ঘটে। তিনি বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ওই নারীকে মিথ্যা প্রেম নিবেদন করেন। নারী প্রস্তাবে রাজি হলে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে রাজশাহী রেলস্টেশনের কাছে ডেকেন নেন শিপন। এরপর নারীর অনিচ্ছাপূর্বক জোর করে অপহরণ করে ঢাকায় নিয়ে যান।

র‌্যাব আরও জানায়, পরবর্তীতে বিষয়টি নারীর পরিবারে জানাজানি হলে তারা কৌশলে শিপনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে তাকে বাড়িতে আসতে বলেন। এরপর সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় শিপন ওই নারীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন। পরবর্তীতে নারীর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‌্যাবের নিকট ঘটনাটি জানান। ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্নভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়। আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি করে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক, সেনাবাহিনীর কাপড়ের তৈরি মানিব্যাগ, এনআইডি কার্ড, বাস টিকিট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]