42139

09/02/2025 শুরুতেই নাসুমের জোড়া আঘাত, চাপে ডাচরা

শুরুতেই নাসুমের জোড়া আঘাত, চাপে ডাচরা

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪

এশিয়া কাপের আগে ঘরের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের দল। টাইগাররা আজ মাঠে নেমেছেন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। আর বল হাতে নিজের প্রথম ওভারেই টানা দুই বলে উইকেট নিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন নাসুম আহমেদ।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৪ রান সংগ্রহ করেছিল নেদারল্যান্ডস। তবে তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরতে হয় ওপেনার ম্যাক্স ওদাউদকে।

সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না নাসুম আহমেদ। রিশাদ হোসেনের বদলে আজ খেলছেন তিনি। আর ফিরেই নিজের জাত চিনিয়েছেন নাসুম। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডাচ ওপেনারকে আউট করেন তিনি।

এদিকে তিন নম্বরে খেলতে নামেন তেজা নিদামানুরু। তবে তিনিও সুবিধা করে ওঠতে পারেননি। নিজের তৃতীয় বলেই তেজাকে আউট করেন নাসুম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]