41956

09/02/2025 যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫ ১১:২৫

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী আনোয়ার নামে এক ব্যক্তি জানান, আজ সকাল আটটার দিকে ওই ব্যক্তিটি মাতুয়াইলের রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]