41904

08/31/2025 প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রাথমিকের ১২ শিক্ষক নেতা

প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রাথমিকের ১২ শিক্ষক নেতা

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫ ১৬:৫৫

তিন দফা দাবি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের ১২ নেতা। আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি গাড়িতে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষক নেতারা।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

শামছুদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রতিনিধিদল আমাদের সমাবেশে এসেছিলেন। তারা আমাদের ছয়টি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকে নিয়ে উপদেষ্টার কার্যালয়ে নিয়ে এসেছেন। আমরা এখন অপেক্ষা করছি। সেখানে আলোচনার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]