41853

08/31/2025 ডিভোর্স লেটার পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা!

ডিভোর্স লেটার পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা!

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

৩০ আগস্ট ২০২৫ ১১:৫০

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মজনু পারভেজ পৌর এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে তিন মাস আগে রোকসানা খাতুন সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যান। পরিবারের উদ্যোগে তাকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে এক সপ্তাহ আগে তিনি স্বামীর উদ্দেশে ডিভোর্স লেটার পাঠান। তবে বিষয়টি মজনুকে জানানো হয়নি। শুক্রবার ডাকপিয়ন সরাসরি চিঠি দিয়ে গেলে তিনি ভেঙে পড়েন।

এরপর শনিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজনু পারভেজের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

তাড়াশ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]