41798

08/29/2025 ‘বাংলাদেশকে হারানো সহজ হবে না’

‘বাংলাদেশকে হারানো সহজ হবে না’

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১৮:১৬

টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এই সিরিজ তাদের জন্য সহজ হবে না, এমনটাই মনে করছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

যদিও বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডসকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। সিলেটে আজ বৃৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেছেন, 'এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।'

'আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।'-যোগ করেন তিনি।

এশিয়ার বাইরের দলগুলোর জন্য বাংলাদেশে খেলা বেশ চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ অবশ্য সিরিজ শুরুর আগেই অনুধাবন করতে পারছেন ডাচ অধিনায়ক। তবে দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান তারা।

অধিনায়ক বলেছেন, 'আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পান। আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।'

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]