41768

08/28/2025 নতুন যে নিয়মে হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, কোন পটে কারা

নতুন যে নিয়মে হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, কোন পটে কারা

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১৫:৩০

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। গত মৌসুম থেকে শুরু হয়েছে নতুন আঙ্গিকের ইউসিএল। যেখানে দল সংখ্যা বাড়ার পাশাপাশি ফরম্যাট ও ম্যাচ সংখ্যাতেও এসেছে পরিবর্তন। ড্র-টাও হয় নতুনভাবে, যুক্ত হয়েছে নতুন কিছু নিয়ম।

এদিকে শেষ চারটি দলকেও পাওয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে কারা কারা খেলবে। গতকাল রাতে প্লে-অফ পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ক্লাব ব্রুগ, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন। এবার অপেক্ষা লিগ পর্বের ড্রয়ের। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোয় ড্রতেই নির্ধারিত হবে লিগ পর্বে দলগুলো কোন কোন দলের বিপক্ষে খেলবে।

ড্রতে ৩৬টি দলকে চারটি পটে বা পাত্রে ভাগ করা হয়েছে। প্লে-অফ পর্ব শেষে উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো হয়েছে পট। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও এক নম্বর পটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।

ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি, বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালি সম্পন্ন হবে। একনজরে দেখে নিন কীভাবে হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র-

একদম শুরুতে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে, কোন আটটি দলের বিপক্ষে সেই ক্লাব খেলবে। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও সেই সফটওয়্যার তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে।

এভাবে প্রথম পটের ৯টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর একই পদ্ধতিতে দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। একইভাবে তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে না। আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। এগুলো শর্ত মেনে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]