41694

08/28/2025 আলিম পরীক্ষায় অব্যবহৃত নথি-কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নির্দেশ

আলিম পরীক্ষায় অব্যবহৃত নথি-কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নির্দেশ

শিক্ষা ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১৯:০৮

২০২৫ সালের আলিম পরীক্ষায় অব্যবহৃত নথি, মূল ও অতিরিক্ত উত্তরপত্র, এমসিকিউ ও ওএমআর পত্রসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী বোর্ডে জমা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ পরীক্ষার পাশাপাশি পূর্ববর্তী সব বছরের অব্যবহৃত উত্তরপত্র ও অতিরিক্ত কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

এ ছাড়া, বিক্রি হওয়া প্রশ্নপত্রের টাকা জমা দেওয়ার নিয়ম এবং প্রয়োজনীয় স্লিপ বোর্ডে উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের পরীক্ষার পাশাপাশি পূর্ববর্তী সব পরীক্ষার অব্যবহৃত উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্র নির্ধারিত সময়ে বোর্ডের ভাণ্ডার শাখায় জমা দিতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি, ডিআর শিট, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য সংশ্লিষ্ট নথি আলিম পরীক্ষা শাখায় জমা দিতে হবে। অব্যবহৃত প্রশ্নপত্র বিক্রি থেকে প্রাপ্ত অর্থের জন্য নির্ধারিত শুল্ক ৪০০ টাকা, যা দেশের যে কোনো সোনালী ব্যাংক থেকে বোর্ডের হিসাব নং-৪৪০৩২৩৩০০১০৩৫ (সোনালী ব্যাংক, বিএমইবি শাখা) জমা দিতে হবে। জমা স্লিপের মূল কপি ও ফটোকপি দু’টি কপি বোর্ডে উপস্থাপন করতে হবে। এছাড়া, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ থাকবে।

জমাদানের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী— চট্টগ্রামের জন্য ২ সেপ্টেম্বর (মঙ্গলবার); রাজশাহী ৩ সেপ্টেম্বর (বুধবার); রংপুর ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার); ময়মনসিংহ ও সিলেট ৭ সেপ্টেম্বর (রোববার); খুলনা ৮ সেপ্টেম্বর (সোমবার); ঢাকা ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার); বরিশাল ১০ সেপ্টেম্বর (বুধবার) এবং কুমিল্লা ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালন করা সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]