41629

08/27/2025 ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

২৭ আগস্ট ২০২৫ ১৪:০১

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার, ময়নাল। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়।

দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ আগস্ট ভোররাতে ঘাটাইলের চকপাকুটিয়ার স্বর্ণকার অমল বনিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে অমল বণিকের মা কৃষ্ণা রাণীদ্বয়কে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল সেটসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। এ সময় অমল বাঁধা প্রদান করলে ডাকাতরা তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে বাদির বাম হাতের কব্জিতে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।

এ সময় এলাকার লোকজন অমলের চিৎকার টের পেয়ে গেলে, ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরবর্তীতে, অমল বনিক বাদি হয়ে অভিযোগ দায়ের করলে, ২৪ আগস্ট রাতে কালিয়াকৈরের সফিপুর থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মো. সোহাগ মন্ডলকে গ্রেফতার করে এবং লুন্ঠিত ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে একাধারে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামী ও গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্র ডাকাতির ঘটনার মূল মাস্টারমাইন্ড মিন্টুকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো মতে অন্যান্য আসামীদের বিভিন্ন সময়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণ ও রূপা) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা অনেকদিন ধরেই সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]