41616

08/27/2025 নজরুলের চেতনায় খালেদা ও তারেক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন: রিজভী

নজরুলের চেতনায় খালেদা ও তারেক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫ ১৩:০৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করাই নজরুলের মূল বাণী ছিল। সেই আদর্শই ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নজরুল শুধু কবি নন, ছিলেন জাতির সংকটে প্রেরণার প্রতীক। তার লেখা একদিকে যেমন মানুষের আত্মমর্যাদা ও স্বাধীনতার আহ্বান জানিয়েছে, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মানুষকে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, নজরুল আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। স্বৈরাচার হোক কিংবা আধুনিক দুঃশাসন, তার লেখা সব সময়ই প্রাসঙ্গিক। আমরা তার কবিতা আবৃত্তি করে, গান গেয়ে রাজপথে নেমেছি। সেই অনুপ্রেরণায় আজও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। রমজানের আগেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ১৫ বছর ধরে যারা তাদের অধিকার ফিরে পায়নি, তারা সেই অধিকার ফিরে পাবে।

তিনি আরও বলেন, নজরুল ছিলেন মানবতার কবি, প্রেম ও দ্রোহের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই তার গান ও কবিতা মানুষকে পথে নামিয়েছে।

নজরুলের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, জাতি যখনই সংকটে পড়েছে, নজরুল তখনই পথ দেখিয়েছেন। তার চেতনায় আজও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

এ সময় জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে, ১৯৭৬ সালের ২৯ আগস্ট, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন নির্বাক থাকার পর মৃত্যুবরণ করেন এই মহান কবি। দিনটি উপলক্ষে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]