দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল-মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে সত্য হলো সেই গুঞ্জন। সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে নতুন জীবনের সুখবর শেয়ার করলেন পরিণীতি।
অভিনেত্রী একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন, যার ওপর লেখা ছিল-১+১=৩। সঙ্গে যুক্ত একটি ছোট ভিডিওতে দেখা যায়, পরিণীতি ও রাঘব হাত ধরে পার্কে হাঁটছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে পথে। অপরিসীম আশীর্বাদপুষ্ট আমরা।” অর্থাৎ, তাঁদের ‘ছোট পৃথিবী’ আসছে, আর তাঁরা কৃতজ্ঞতা ভরে অপেক্ষায় আছেন।
এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রাঘব হালকাভাবে বলেছিলেন, খুব শিগগিরই ‘সুখবর’ আসছে। তখন পরিণীতির বিস্মিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এক মাসের মধ্যেই এল সেই সুখবর।
ঘোষণার পর মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। সোনম কাপুর, ভূমি পেডনেকর, নেহা ধূপিয়া, হুমা কুরেশি প্রমুখ তারকাসহ অসংখ্য ভক্ত অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।
২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। এর আগে থেকেই তাঁদের সম্পর্ক ছিল আলোচনায়।
সন্তান জন্মের সম্ভাব্য তারিখ এখনো জানাননি এই তারকা দম্পতি। তবে বলিউডপাড়ার অন্যতম আলোচিত এই খবর ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।
এসএন/রুপা