নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনিয়া নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (চরশালিখা) সদস্য কাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
মুনিয়া নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চর-শালিখা গ্রামের কৃষক ও প্রতিবন্ধী কায়েম শেখের মেয়ে।
পরিবার ও প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশু মুনিয়া ঘরের মধ্যে খেলা করছিল। এসময় ঘরের মেঝেতে মাটির ছিদ্রের মধ্যে লুকিয়ে সাপে মুনিয়াকে দংশন করে। কিন্তু শিশুটি সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি। ধীরে ধীরে সাপের বিষ শিশুটির শরীরে ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। পরিবারের সদস্যরা সাপে কাটার বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গ্রাম্য এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক করে বিষ নামাতে ব্যর্থ হলে রাত ১১টার দিকে শিশুটিকে নিয়ে নড়াইল জেলা হাসপাতালে যাওয়ার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (চরশালিখা) সদস্য কাজী সাখাওয়াত হোসেন বলেন, চারিদিকে বর্ষার পানি থাকায় সাপটি বাড়ির মেঝেতে ইঁদুরের গর্ত বা ছিদ্রের মাঝে লুকিয়ে ছিল। শিশুটি খেলা করার সময় সাপে দংশন করে। স্থানীয় ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন সাপটিকে গর্ত থেকে মেরে ফেলেন।
এসএন/রুপা