41210

08/21/2025 ইউটিউব চ্যানেল খুলল ইসি, এআই নিয়ে সিইসির বার্তা

ইউটিউব চ্যানেল খুলল ইসি, এআই নিয়ে সিইসির বার্তা

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫ ১৯:৩৬

নির্বাচন কমিশন (ইসি) একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে। এই চ্যানেলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলের বিষয়টি জানায় সংস্থাটির জনসংযোগ শাখা।

দেশবাসীর উদ্দেশে সিইসি বলেন, কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। এর মাধ্যমে নির্বাচন ও নির্বাচন-সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে দেশবাসীর কাছে তুলে ধরা হবে। আমাদের এই চ্যানেলে মূলত ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটার হিসেবে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তথ্য থাকবে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। আমরা চাই, তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অবদান রাখতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি স্বচ্ছতা অত্যন্ত জরুরি। আমরা আমাদের তথ্যগুলো বিস্তারিত, সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষের আস্থা ও আমাদের স্বচ্ছতা আরও সুদৃঢ় হয়।

সিইসি বলেন, সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি অনুরোধ করেন, যেকোনো তথ্য পাওয়ার পর যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করবেন না। তিনি আশা করেন, সবাই নিয়মিত এই চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচারের এই অপচেষ্টা মোকাবিলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই। এছাড়াও, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজেও আপনারা নির্বাচন-সংক্রান্ত সঠিক তথ্য পাবেন। আমরা আমাদের এই উদ্যোগে দেশবাসীকে পাশে পেতে চাই।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]