41153

08/21/2025 মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ডিটিসিএ

মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ডিটিসিএ

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫ ১১:৪১

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিএমটিসিএল গঠনের অনুমোদন দেওয়া হয়। সে সময় সিদ্ধান্ত হয়, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিএমটিসিএল একটি সরকারি কোম্পানি হিসেবে কাজ করবে, আর তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ। পরবর্তীতে ডিটিসিএর অধীনে ম্যাস ট্রানজিট উইংও গঠিত হয়।

তবে ডিটিসিএর অভিযোগ, ডিএমটিসিএল এখন আর পূর্বের মতো তাদের কাছে রিপোর্ট দিচ্ছে না। বরং প্রতিষ্ঠানটি সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

ডিটিসিএর দাবি, মেট্রোরেলের যাত্রীদের বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি- এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর করছে না ডিএমটিসিএল। এমনকি কিছু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনও করেছে প্রতিষ্ঠানটি।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পে ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ, কোম্পানি নিবন্ধনসহ নানা প্রক্রিয়া ডিটিসিএ সম্পন্ন করেছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এহছানুল হককে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আমরা তা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনাগত ও প্রশাসনিক সিদ্ধান্ত আমরা সরাসরি মন্ত্রণালয়কে জানাই। ডিএমটিসিএল গঠনের সময়ই আমাদের সে অনুমোদন দেওয়া হয়েছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]