41143

08/21/2025 মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

জেলা সংবাদদাতা, মহেশপুর

২১ আগস্ট ২০২৫ ১০:৫১

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে সিরামিকস কারখানা থেকে একটি ট্রাক বের হয়ে আসে। এ সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]