41132

08/21/2025 ভালো সময় উদযাপনে মুম্বাইয়ে উড়াল দিলেন শুভশ্রী, সঙ্গে বান্ধবী মৌনি রায়

ভালো সময় উদযাপনে মুম্বাইয়ে উড়াল দিলেন শুভশ্রী, সঙ্গে বান্ধবী মৌনি রায়

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ০৯:৩০

সময়টা বেশ ভালো যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। প্রথমে 'গৃহপ্রবেশ', এবং এরপর 'ধূমকেতু'। দুই ছবিই সফল। এখনও চুটিয়ে ব্যবসা করছে দেব-শুভশ্রীর সিনেমা।

গত কয়েক বছর ধরে, বড় পর্দা, ওটিটি, ছোট পর্দায় তিনি কাজ করছেন সমানতালে। শুধু অভিনেত্রী হিসেবে না, প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি।

২০২৩-র নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন নায়িকা।

এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। সেই সঙ্গে সকলের সঙ্গে প্রায় ভাগ করে নেন ইউভান-ইয়ালিনির দুষ্টু- মিষ্টি আদুরে মুহূর্ত। এক কথায় বলা যায় কাজ ও সংসার সবটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করেন নায়িকা।

কলকাতায় কাজের ব্যস্ততার ফাঁকেই মুম্বাই উড়ে গিয়েছেন রাজ পত্নী। সঙ্গে গেছে তার টিম। বোঝা যাচ্ছে, মায়ানগরীতে কোনও কাজে গিয়েছেন তিনি।

এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ মুম্বাইয়ের জনজীবন। স্থগিত‍ বেশ কিছু শ্যুটিং। আরব সাগরের পাড়ে ঝটিকা সফরের মধ্যেই, ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করলেন শুভশ্রী। মৌনি রায় ও শুভশ্রী বেশ ভালো বন্ধু। দু'জনে কিছুটা সময় কাটালেন। চলল দেদার আড্ডা, ফটোসেশন।

ইনস্টাগ্রামে মৌনির সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন। 'আমার একমাত্র মৌনির সঙ্গে....।' অন্যদিকে মৌনিও শেয়ার করেছেন তিনটি ছবি। একই ধরণের ক্যাপশন তিনিও শেয়ার করেছেন।

কমেন্ট বক্সে শুভশ্রী তাকে লিখেছেন, 'তোমায় ভালোবাসি'। আসলে 'ডান্স বাংলা দান্স'-র সিজন ১২-তে একই সঙ্গে বিচারক আসনে বসেছিলেন মৌনি ও শুভশ্রী। তারপর থেকেই দুই নায়িকার বন্ধুত্ব হয়ে যায়। নেটমাধ্যমেও দু'জনেই বিভিন্ন সময় শেয়ার করেন নানা লেন্সবন্দি মুহূর্ত।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]