লন্ডনগামী কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন ২৪ বছর বয়সি এক ব্রিটিশ তরুণী (নাম পরিবর্তিত হয়ে কেলি)। গত বছরের সেপ্টেম্বরে দোহা থেকে লন্ডন গ্যাটউইক ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট অবতরণের আগ মুহূর্তে পাশের আসনে বসা ৬৬ বছর বয়সি এক যাত্রী তকে যৌন হেনস্তা করেন। কেবিন ক্রুকে জানানোর পর অভিযুক্তকে বিমানবন্দরে নামার সঙ্গেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়ে সাড়ে ছয় বছরের কারাদণ্ড পান।
কেলি বলেন, ঘটনার পর থেকে তার স্বাভাবিক জীবন থমকে গেছে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া বা জনসমাগমে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তবে নতুন সমস্যায় পড়েছেন ক্ষতিপূরণ আদায়ের লড়াইয়ে। ব্রিটেনের ফৌজদারি আঘাতের ক্ষতিপূরণ প্রকল্প (সিআইসিএস) থেকে তিনি আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ জানায়—এটি ব্রিটিশ নিবন্ধিত বিমান নয়, তাই তিনি ক্ষতিপূরণের যোগ্য নন।
কেলির আইনজীবীরা যুক্তি দিচ্ছেন, যেহেতু যুক্তরাজ্যের আদালতে মামলা চালানো হয়েছে, তাই ভুক্তভোগীকে ক্ষতিপূরণের আওতায় আনা উচিত। তারা সরকারের প্রতি আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন।
কেলি বলছেন, ‘আমি পেশাদার থেরাপি চাই। আমি চাই আমার কষ্টটা শোনা হোক। অপরাধী শাস্তি পেলেও ভুক্তভোগীর ক্ষতিপূরণ না পাওয়া অন্যায়।’
এসএন/রুপা