40949

08/19/2025 পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচার, পাঁচশ বস্তা আলুসহ আটক ১১

পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচার, পাঁচশ বস্তা আলুসহ আটক ১১

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১৯ আগস্ট ২০২৫ ১০:৫৩

পণ্যের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ৫০০ বস্তা আলু ও ১টি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিসহ ১১ পাচারকারিকে আটক করা হয়।

পাচারকারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় তারা আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারিদের হাতে মাদক পৌঁছে দেয়। তাদের মতো আরও কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে বলে জানা যায়।

জব্দ করা আলু, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]